নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগের জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ায় বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে।
জামায়াতের আনুষ্ঠানিক পেজে প্রকাশিত পোস্ট অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে ফোন করে শফিকুর রহমানের শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। পোস্টে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, “মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।”
উল্লেখ্য, জামায়াত আমির গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে এনজিওগ্রাম পরীক্ষা করান, যেখানে তার হৃদরোগের জটিলতা নিশ্চিত হয়। চিকিৎসকদের মতে, বর্তমান অবস্থায় বাইপাস সার্জারিই সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি। পরিবার বিদেশে সার্জারি করাতে চাইলেও দেশেই সার্জারির করার পক্ষে জামায়াত আমির শফিকুর রহমান। সম্প্রতি এক সমাবেশে অংশগ্রহণের সময় অসুস্থ বোধ করায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে এই ব্যাপক চিকিৎসা প্রক্রিয়ার সূচনা করে।