নিজস্ব প্রতিনিধি:
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিমত প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, “আমরা গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী কূটনৈতিক সাফল্য।” তিনি বিশেষভাবে প্রশংসা করেন বাংলাদেশের আলোচক দলের, যারা শুল্ক হার প্রত্যাশার চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। তার মতে, এটি আলোচকদের কৌশলগত দক্ষতা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আলোচনা প্রক্রিয়ায় শুল্ক ও অশুল্ক বাধা, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও সম্প্রসারিত করেছে এবং দেশের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, “এই সাফল্য কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরে না, বরং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে। এটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই অর্জন জাতির দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যত গঠনের প্রত্যয়কেই তুলে ধরে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক, বাণিজ্যিক সুবিধা ও নিরাপত্তা সংক্রান্ত নানা ইস্যুতে জটিল আলোচনা চলে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্য এখন যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক মূল্যে প্রবেশ করতে পারবে, যা দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।