২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

গুলশানে চাঁদাবাজির ঘটনায় ডিবি’র অভিযানে ছাত্রনেতা অপু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের (ডাকসু) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, অপুকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগে একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ), ইব্রাহিম হোসেন (মুন্না), সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও এক অপ্রাপ্তবয়স্ককে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই শাম্মী আহমেদের বাসায় এই চাঁদাবাজির ঘটনা ঘটে। ঘটনার পর শাম্মীর স্বামী আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার দুই নম্বর আসামি ছিলেন অপু, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বর্তমানে গ্রেফতারকৃত প্রাপ্তবয়স্ক চার আসামি রিমান্ডে রয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত জোরদার করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top