নিজস্ব প্রতিনিধি:
ভারত ভিসার আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য সেবা ফি দ্বিগুণ করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামী ১০ আগস্ট থেকে এই নতুন ফি কাঠামো কার্যকর হবে। এর আগে ভিসা আবেদন ফি ছিল ৮০০ টাকা। আইভ্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা সেবার মান, অবকাঠামোগত সুবিধা এবং প্রযুক্তিগত উন্নয়ন বজায় রাখতে এই ফি বৃদ্ধি করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে কোনো সরকারি ভিসা ফি গ্রহণ করে না। বর্তমানে আদায়কৃত ফি শুধুমাত্র প্রসেসিং বা সেবা ফি হিসেবে গণ্য হবে এবং ভারতীয় ভিসা এখনও বাংলাদেশিদের জন্য ‘ফি-মুক্ত’ই থাকছে।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে ভিসা আবেদন ফি অপরিবর্তিত থাকার পর এবার প্রথমবারের মতো এই ফি বৃদ্ধি করা হলো। আইভ্যাকের এই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে ভারতে ভিসা আবেদনকারীদের জন্য খরচ কিছুটা বাড়লেও, ভিসা প্রাপ্তির প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি বলে জানানো হয়েছে।