২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের শাখামাছা বাজারস্থ গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু।

জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদমান সাকিল, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন ও যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক উমর ফারুক মুন্না।

অনুষ্ঠানে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে দলের প্রার্থী হিসেবে সোহাগ হোসেন বাবুর নাম ঘোষণা করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

সোহাগ হোসেন বলেন, “তৃণমূলে সংগঠনের শক্তিশালী অবস্থান রয়েছে। জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে ট্রাক প্রতীকে ভোট দেবে।”

আলোচনা শেষে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top