৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় তারাবুনিয়া ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো “তারাবুনিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার বিকাল চারটায় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাচিনসনপুর একাদশ বনাম হেডম্যান পাড়া একাদশ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে হাচিনসনপুর একাদশ বিজয় অর্জন করে।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞানও)।

বৃষ্টিস্নাত পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলার সময় মাঠের চারপাশে দর্শকের ঢল নামে। বৃষ্টির মধ্যেও দর্শকের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মাঠের চার কোণায় গাদাগাদি করে থাকা হাজারো দর্শক খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন করতালির মাধ্যমে।

খেলা শেষে বিজয়ী হাচিনসনপুর একাদশের হাতে ট্রফি এবং নগদ ১৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওসি মোঃ জাকারিয়া। রানারআপ হেডম্যান পাড়া একাদশের হাতে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন বিশেষ অতিথি নলেজ চাকমা।

উল্লেখ্য, এ বছর টুর্নামেন্টে মোট ২৫টি দল অংশ নেয়। আয়োজন করে বৃহত্তর তারাবুনিয়া এলাকাবাসী। খেলার পুরো আয়োজনে স্থানীয় যুবসমাজ ও প্রশাসনের সহযোগিতা ছিল প্রশংসনীয়।

দর্শকদের উচ্ছ্বাস, উৎসাহ ও মনোমুগ্ধকর পরিবেশে ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের পর্দা নামে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top