মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে’র তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর(শুহাড়া) গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা, দেখার যেন কেউই নেই, প্রতিনিয়ত দুর্ভোগে পোহাচ্ছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর শ্যামপুর(শুহাড়া’র)পাকার মাথা থেকে গ্রামে প্রবেশের মেইন রাস্তা প্রায় ১. কিলোমিটার দীর্ঘের গুরুত্বপূর্ণ রাস্তাটি’র দীর্ঘদিন ধরে বেহাল দশা। গ্রীষ্ম মৌসুমে ধুলোবালীর স্তুপ হলেও চলাচল করা যায় কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকা। স্বস্তিতে চলাচলের বিন্দুমাত্র অবস্থাও থাকেনা।
স্থানীয়রা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা চলাচল করেন। এই বৃষ্টির মৌসুমে প্রতিনিয়ত কাদা মাড়িয়ে যাতায়াতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। “প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। বিশেষ করে রাতে গর্ত দেখা না যাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে”। এতে নষ্ট হচ্ছে যানবাহন, সময় ও অর্থ। জরুরি রোগী পরিবহন কিংবা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
মোঃ সিফাত হোসেন নামক এক শিক্ষার্থী বলেন, “আমরা প্রতিদিন হয় ধুলো না হয় কাদা মাড়িয়ে স্কুলে যাই। বাড়ি থেকে পরিপাটি হয়ে বের হলেও স্কুলে গিয়ে আবারও হাত মুখ ধুতে হয়। এমনকি শিশু শ্রেণী ও ১ম শ্রেণীর শিক্ষার্থীরা যাওয়ার সময় পড়ে গিয়ে নষ্ট করে ফেলে স্কুল ড্রেস”।
এ প্রসঙ্গে স্থানীয় মো: ফিরোজ মাহমুদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ রাস্তা নিয়ে ভোগান্তিতে আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সমাধান আসেনি। আমরা দাবি জানাই, দ্রুত যেন এই রাস্তা’র সংস্কার কাজ শুরু করা হয়।”
স্থানীয়দের অভিযোগ, “দীর্ঘদিনেও সংস্কারকাজ শুরু না হওয়ায় রাস্তা’টি এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা।”
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য বজেন্দ্রনাথের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী ‘ফজলুল হক’ জানান, “আমরা তদন্ত করে অতি শীঘ্রই রাস্তাটির সংস্কারের কাজ শুরু করবো”