২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, গৃহবধুর মরদেহ উদ্ধার,এ নিয়ে ধোঁয়াশা

জাকির হোসেন হাওলাদার, দুমকী উপজেলা পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, গৃহবধুর মরদেহ উদ্ধার, মুক্তা আক্তার (২৬ ) নামের এক গৃহ বধু দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়াডে চরবয়েড়া গ্রামের শশুরবাড়িতে অচেতন অবস্থায় তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শ্বশুরবাড়ির দাবি, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে মুক্তার ভাই মাসুম হোসেনের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুর শাশুরীর নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই মাসুম হোসেন দুমকি থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেয়নি।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top