২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফটিকছড়ির প্রার্থী আশরাফ বিন ইয়াকুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

মজলুম আলেম জননেতা মাওলানা মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সমাজসেবক ও তরুণ আলেম মাওলানা এইচ.এম আশরাফ বিন ইয়াকুবের সাথে স্থানীয় ওলামায়ে কেরাম, দায়িত্বশীল ও কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলার বিবিরহাটস্থ বাসমতি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও দায়িত্বশীল ডা. জহিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এইচ.এম আশরাফ বিন ইয়াকুব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, সাধারণ সম্পাদক ও হাটহাজারী থেকে মনোনীত প্রার্থী মাওলানা ওজায়ের আহমদ হামিদি, চট্টগ্রাম মহানগর যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাছ বিন আব্বাস, সহ- বায়তুল মাল সম্পাদক মো. দিদারুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা কাউছার হাবিবসহ মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা জুনাইদ, মাওলানা আলমগীর, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, খেলাফত মজলিস হলো দীনদার, দেশপ্রেমিক ও আপসহীন উলামায়ে কেরামের রাজনৈতিক প্ল্যাটফর্ম। দাওয়াত ও আদর্শের প্রশ্নে এই সংগঠন কখনো আপস করেনি। বর্তমান বিভ্রান্তিকর রাজনৈতিক পরিস্থিতিতে সৎ ও আমানতদার নেতৃত্ব জনগণের সামনে তুলে ধরতে হবে।

সভায় রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও সংশ্লিষ্ট সকলকে গ্রাম-গঞ্জে, মসজিদ-মাদ্রাসায় এবং জনমানুষের মাঝে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top