নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুক্রবার (১ আগস্ট) রাতে ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ইঙ্গিত দিয়েছেন। মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র।” তিনি এ উদ্যোগকে গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংক্ষিপ্তভাবে লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। বিএনপি, জামায়াত-ই-ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে মতামতের জন্য খসড়াটি পাঠানো হয়েছে। গোপনীয়তা বজায় রেখে প্রস্তুত করা এই ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ আগস্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।
ঘোষণাপত্রের খসড়ায় উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ঘটেছে। যদিও প্রাথমিক খসড়ায় এটিকে সরাসরি ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয়। গত বছরের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত আনুষ্ঠানিক কর্মসূচিও ঘোষণা করা হয়। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয় এবং সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত ও ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করা হয়। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।