নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো গণপরিবহন ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার সকালে লন্ডনের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে তাকে অপেক্ষা করতে দেখা যায়, যেখানে তিনি সাধারণ পোশাকে হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও স্নিকার্স পরিহিত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করছিলেন। কিছুক্ষণ পর একটি লাল ডাবল-ডেকার বাসে উঠে পড়েন তিনি, যা সাধারণ মানুষের সঙ্গে তার মিশে যাওয়ার চিত্র ফুটিয়ে তোলে।
বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে থাকাকালীন কোনো ভিআইপি সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। এটি তার বিনয়ী ও জনগণের কাছাকাছি থাকার মানসিকতারই প্রতিফলন।”
ছবিগুলোতে নেটিজেনরা তারেক রহমানের সাধারণ জীবনযাত্রার প্রশংসা করেছেন। অনেক ব্যবহারকারী এটিকে রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আচরণ হিসেবে উল্লেখ করেছেন। বিএনপির সমর্থকরা মনে করছেন, এই দৃশ্য জনগণের সঙ্গে তার সংযোগের গভীরতাই প্রকাশ করে।