৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

জাকির হোসেন হাওলাদার, দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিক গ্রাম লোহালিয়া নদীর জোয়ার ও টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে। প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়ায় এলাকাগুলোতে হঠাৎ করে নদীর পানি ঢুকে পড়েছে। এতে বসতঘর, রাস্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ ।

স্থানীয়রা জানান বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ধারাবাহিক ভারি বর্ষণের ফলে লোহালিয়া ও পায়রা নদীতে পানি ও স্রোতের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান বলেন, উত্তর মুরাদিয়ার বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে।

এছাড়াও সন্তোষদি গ্লুইসগেট, পাংসিঘাট এবং দক্ষিণ মুরাদিয়ার হাওলাদারবাড়ি এলাকার বেড়িবাঁধ ভেঙে আশপাশের ঘরবাড়ি ও রোগা আমনের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদীতীরবর্তী মানুষরা কার্যত পানিবন্দি হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে পাউবো কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে পানি নামার আগপর্যন্ত মেরামত কাজ শুরু করা সম্ভব নয়।

বিলম্ব হলে আসন্ন আমন মৌসুমে কৃষিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, পাউবো পটুয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top