মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা আগষ্ট) বিকেলে উপজেলা দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান(চারমাথা)বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ(মাষ্টার), প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মালেক রাজু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন (মাসুদ),সাংগঠনিক সম্পাদক নাজেম উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম উকিল যুবদলের আহবায়ক হাফিজুর রহমান সদস্য সচিব গোলাম মাওলা,যুগ্ন আহবায়ক ইসহাক হোসেন , মৎস্যজীবী দলের আহবায়ক মোজাফফর হোসেন,কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃসোহাগ হোসেন সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন ভার্সনে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের নামে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
বক্তব্যে আরো বলেন, আমিনুল রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে একজন সম্মানী লোকের সম্মান নষ্টের সাথে যারা জরিত তাদের বিচার বাংলার মাটিতেই হবে।