নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট করে বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা কোনো অবৈধ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
৫ আগস্টের সম্ভাব্য অস্থিরতা সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করেন, “আল্লাহর ইচ্ছায় এবং সবার সহযোগিতায় দেশে কোনো শঙ্কার পরিবেশ নেই।” তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, “মিডিয়ার সত্যবাদী প্রতিবেদনের কারণে দেশ এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ইমেজ উন্নত হচ্ছে।”
আওয়ামী লীগের গোপন কার্যক্রম ও সেনাবাহিনীর এক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এ বিষয়ে তদন্ত চলছে। আইনের আওতায় সবাইকে নিয়ে আসা হবে।” তিনি সাংবাদিকদের উদ্দেশে জোর দিয়ে বলেন, “সত্য ঘটনা প্রকাশ জনগণের স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক।”
উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, সরকার নিষিদ্ধ ঘোষিত দলগুলোর কোনো অবৈধ তৎপরতায় কঠোর নজরদারি চালাচ্ছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।