৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

৫ আগস্ট প্রকাশিত হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব শফিকুল আলম

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকার আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (২ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব তার পোস্টে উল্লেখ করেছেন, “জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ৫ আগস্ট জাতির সামনে এই ঐতিহাসিক দলিল উপস্থাপন করা হবে।” তিনি জানান, বিষয়টির বিস্তারিত শীঘ্রই ঘোষণা করা হবে।

এর আগে একই দিন সকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, “৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে। আজই এর তারিখ ঘোষণা হতে পারে কিংবা আরও আগে প্রকাশ হতে পারে।” তিনি ব্যাখ্যা করেন যে এই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের পটভূমি, লক্ষ্য এবং ভবিষ্যৎ পথনির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

গত ১ আগস্ট রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছিলেন। মাহফুজ আলম লিখেছিলেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা,” অন্যদিকে আসিফ মাহমুদ সংক্ষেপে লিখেছিলেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার ও জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। জুলাই ঘোষণাপত্রকে এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top