মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত ও জেলার শীর্ষ তিনজন সেরা রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার (০২ আগষ্ট) রাজবাড়ী জেলা প্রশাসন, রাজবাড়ী টিটিসি, রাজবাড়ী জেলা জনশক্তি অফিস, রাজবাড়ী প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজবাড়ী ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাসেল প্রমুখ।
এসময় জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ রাজবাড়ী জেলায় রেমিট্যান্স প্রেরণে শীর্ষ রেমিট্যান্স যোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণে অগ্রণী ভূমিকা রাখায় কালুখালীর মদাপুরের সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী নাসিরুল ইসলাম বাবু সহ রাজবাড়ী জেলার শীর্ষ তিনজনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।