৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লবের পক্ষে সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রতিবাদে দৈনিক জনকণ্ঠের কার্যক্রম সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিনিধি:

জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান নেওয়ায় দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে পত্রিকাটির সকল সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। শনিবার বিকেলে পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, আগস্ট উপলক্ষে পত্রিকাটি যখন “কালো রঙ ধারণ করেছিল”, তখন জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান নিয়ে সাংবাদিকরা লাল রঙের প্রতীকী ব্যবহার করেছিলেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় সম্পাদক শামিমা এ খান বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন।

ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে, “এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।” এসময় আরও সতর্ক করে বলা হয়, এই অবস্থায় যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা প্রকাশ করেন তবে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত দায়িত্বে হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৈনিক জনকণ্ঠের প্রকাশনা আপাতত স্থগিত রয়েছে বলে জানা গেছে। পত্রিকার অভ্যন্তরীণ এই সংকট সাংবাদিকতা জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং পেশাগত স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top