নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ২৪ দফা ইশতেহার প্রকাশ করেছে, যেখানে নতুন সংবিধান প্রণয়ন থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কার পর্যন্ত বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন।
নাহিদ ইসলাম তার ভাষণে বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা আশানুরূপ অগ্রগতি করতে পারিনি। আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা কর্মসূচি ঘোষণা করছি।” তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই ইশতেহার বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন।
ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে:
১. গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এবং ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা
২. জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার
৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও আইন সংস্কার
৪. দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রশাসন গঠন
৫. নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা
৬. কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
৭. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই পরিকল্পনা
৮. প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা সংরক্ষণ
অর্থনৈতিক ক্ষেত্রে এনসিপি বাজারভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনীতির প্রস্তাব করেছে, যেখানে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে নাগরিক অধিকার হিসেবে গণ্য করা হবে। শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সর্বজনীনীকরণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের পাশাপাশি নাগরিক অধিকার রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।
এনসিপি নেতারা দাবি করেন, এই ইশতেহার বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। তারা আগামী দিনগুলোতে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যাপক জনসমর্থন আদায়ের চেষ্টা চালাবে।
New chat