আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন ইসলামী যুব মজলিসের উদ্যোগে যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩আগস্ট) বিকাল তিনটায় স্থানীয় বাংলাবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে উক্ত যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়।
যুব কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন ও সহ-সভাপতি হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিম। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নির্বাহী ও শুরা কমিটি গঠন করা হয়। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল খালিক এবং সাধারণ সম্পাদক মনোনীত হন আসহাব উদ্দিন সাহেল।
নির্বাহী ও শুরা কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা গুলজার আহমদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রুবেল আহমদ, সহ-সভাপতি মুফতি আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা দেলওয়ার হোসাইন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক হাফিজ সায়েল আহমদ, অফিস সম্পাদক সাইফুজ্জামান, সহ-অফিস সম্পাদক তারেক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক সালেহ আহমদ রুবেল।
নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন সাহেলের সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিম।