নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি তুলে ধরেন। আখতার হোসেন বলেন, “জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে বাংলাদেশের জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার মানুষ মুক্তির জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন, তাতে অনেক শহীদের রক্ত ঝরেছে। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখাতে এই সনদ বাস্তবায়ন জরুরি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে রক্ষা করতে মৌলিক সংস্কার প্রয়োজন। বিচার বিভাগকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখতে হবে। সচিবালয়ের নীতি নির্ধারণও জনস্বার্থে হতে হবে।”
জাতীয় ঐকমত্য কমিশনের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, “রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশনে একত্রিত হয়েছে। অর্জিত সংস্কারগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জুলাই সনদকে কাগুজে ঘোষণায় সীমাবদ্ধ রাখা যাবে না—এটি বাস্তবায়িত হতেই হবে।”
গত বছর শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণার কথা স্মরণ করে তিনি বলেন, “এনসিপি বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে মৌলিক পরিবর্তন চায়। আমরা এমন একটি ব্যবস্থা চাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় প্রতিনিধিরা পর্যন্ত জনগণের কাছে জবাবদিহি করবে। যারা ক্ষমতায় এসেছে, তারা ইতোপূর্বে জনগণের কাছে দায়বদ্ধতা দেখায়নি।”
সমাবেশে এনসিপির পক্ষ থেকে রাষ্ট্রীয় পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।