নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সিলেটে আয়োজনের চূড়ান্ত পরিকল্পনা করছে। রোববার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে জানান, সিরিজের ভেন্যু হিসেবে সিলেটকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
ফাহিম বলেন, “৬ আগস্ট ঢাকায় দলের ফিটনেস টেস্ট দিয়ে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচিং ও সাপোর্ট স্টাফ বাংলাদেশে আসবেন। এরপর ক্যাম্প সিলেটে স্থানান্তরিত হবে এবং সেখানে অনুশীলনের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলা হবে।”
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিয়ে ফাহিম বলেন, “আবুধাবির উইকেটের মতো প্রস্তুতির জন্য বাংলাদেশে সিলেটের উইকেটই সবচেয়ে উপযুক্ত। সেখানে রান পাওয়া যায়, যা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য জরুরি। মিরপুরের ধীরগতির উইকেটের চেয়ে সিলেটের উইকেটে খেলাই দলের জন্য ভালো প্রস্তুতি হবে।”
যদিও ফাহিম নেদারল্যান্ডস সিরিজ সিলেটে আয়োজনকে চূড়ান্তভাবে নিশ্চিত করেননি, তবে তিনি বলেছেন, “সিলেটে খেলা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে দল আদর্শ প্রস্তুতি নিতে পারে।”
উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটি এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের শেষ প্রস্তুতিমূলক সিরিজ হবে। সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি, তবে এটি প্রায় নিশ্চিত। বিসিবি দলকে সেরা প্রস্তুতির জন্য স্পোর্টিং উইকেটে খেলানোর উপর বিশেষ জোর দিচ্ছে।