৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

জাতীয় নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (৪ আগস্ট) ঘোষণা দিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত দেশে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা চৌধুরী বলেন, “দেশ থেকে অনেক অস্ত্র হারিয়ে গেছে, যা উদ্ধার করতে হবে। এজন্য নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান চলমান রাখা হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানিয়ে বলেন, “বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময়ের তুলনায় এখন পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, তবে কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি।”

৫ আগস্টকে ঘিরে জনমনে আতঙ্কের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও অনেকে আতঙ্কিত ছিলেন, কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমরা সবসময় সতর্ক অবস্থায় থাকি।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশজুড়ে চলা বিশেষ অভিযানে বিপুলসংখ্যক অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এই অভিযান জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top