নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে সোমবার দুপুরে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, গত রাতে হারুন-অর-রশীদ ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা অবস্থান করছিলেন। সকালে তার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কক্ষের তালা ভাঙা হয়। সেখানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, “চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, “প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে করা হচ্ছে।”
হারুন-অর-রশীদ বাংলাদেশ সেনাবাহিনীর ১২তম সেনাপ্রধান হিসেবে ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সামরিক ও বেসামরিক মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।