মোহাম্মদ নয়ন চৌধুরী, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি:
তজুমদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২৫ সালের জন্য ডিলার নিয়োগে স্বচ্ছ ও উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বসাধারণের উপস্থিতিতে এ লটারির মাধ্যমে ১২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারিতে কমিটির অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক তালুকদার, কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম খান ও প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
মোট ৪৬টি আবেদন থেকে যাচাই-বাছাই শেষে ৩২ জনকে যোগ্য ঘোষণা করা হয়। ছয়জন আবেদন প্রত্যাহার করেন এবং ১২ জনকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
ইউএনও বলেন, “লটারির পুরো প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
নবনির্বাচিত ডিলাররা নির্ধারিত দামে খাদ্যশস্য বিতরণের মাধ্যমে এলাকার দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান উপজেলা প্রশাসন।
নির্বাচিত ডিলারদের তালিকা নিচে দেওয়া হলো
নির্বাচিত ডিলারদের তালিকা (স্থান অনুযায়ী):
1. শিকদার বাজার, বড় মলংচড়া ইউনিয়ন প্রাপ্ত ব্যক্তি: মোঃ বিল্লাল 2. হাকিমুদ্দিন বাজার প্রাপ্ত ব্যক্তি: মাফিউল্লাহ
3. চর জহির উদ্দিন নতুন বাজার, সোনাপুর ইউনিয়ন
প্রাপ্ত ব্যক্তি: শাহ মোঃ গিয়াস উদ্দিন 4. মাস্টার বাজার, চর জহির উদ্দিন প্রাপ্ত ব্যক্তি: মোঃ ফারুক 5. শশীগঞ্জ মধ্য বাজার, চাঁদপুর ইউনিয়ন প্রাপ্ত ব্যক্তি: মোঃ আল মামুন
6. হাসপাতাল মোড় প্রাপ্ত ব্যক্তি: এ কে এম মহিউদ্দিন জুলফিকার 7. কেরানির দোকান প্রাপ্ত ব্যক্তি: কামরুল ইসলাম 8. চাচড়া আনন্দ বাজারের উত্তর পাশে প্রাপ্ত ব্যক্তি: মোঃ ফরিদ উদ্দিন 9. শিবপুর খাসের হাট প্রাপ্ত ব্যক্তি: আঃ গফুর 10. বউবাজার প্রাপ্ত ব্যক্তি: মঞ্জু মিয়া
11. শম্ভপুর খাসের হাট প্রাপ্ত ব্যক্তি: মোঃ কামাল উদ্দিন
12. বাংলাবাজার প্রাপ্ত ব্যক্তি: মোঃ নুর নবী