মোহাম্মদ বাদশা প্রামানিক প্রতিনিধঃ
নীলফামারী ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিনজন নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) ভোরে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে, তিনজন আওয়ামী লীগের নেতাকর্মীকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তার কৃতরা হলে, চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মিজিদ বসুনিয়ার ছেলে কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায় (৫৫) এবং সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্রের ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারী বিকাশ চন্দ্র (৩২)।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।