৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ’ উদযাপনে বই মেলার উদ্বোধন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার।

জ্ঞানভিত্তিক ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই বইমেলা উদ্বোধনের সময় ইউএনও সারমিনা সাত্তার বলেন, “বই মানুষের পরম বন্ধু। বই পড়ার মাধ্যমে আমরা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি এবং সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারি।” তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটে এবং ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা স্পষ্ট হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্কুল-কলেজের শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top