৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে ঢাকায় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আজ (৫ আগস্ট) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ শীর্ষক এই আয়োজনে মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং ব্যবস্থার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার রাত থেকেই অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানিয়েছেন, ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা শুরু হবে। বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ডদলের পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানান, বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় নিয়ে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠান চলাকালে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে।

এই আয়োজনকে কেন্দ্র করে রাজধানীবাসীকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানমালায় হাজারো মানুষের অংশগ্রহণের ожиনা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top