মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহ অরিন ইসলাম চৌধুরী তুহিনের সাথে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকালে ৪টায় ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভার অনুষ্ঠিত হয় ।
এতে সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু উৎপল কান্তি শিং। প্রধান অতিথি উপস্থিত ছিলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বিশেষ বক্তা হিসাবে ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীর গুহ রিন্টু, বদিউজ্জামান রানা, অধ্যাপিকা চেতনা সুলতানা, আরিফুল ইসলাম লিটন, গোলাম রাব্বানী প্রধান, জাহাঙ্গীর আলম ডিয়ার, ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, ও ডিমলা উপজেলা বিএনপি’র দশ ইউনিয়নের সভাপতি/সম্পাদক বৃন্দ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল,চন্দ্র সরকার, মনোরঞ্জন সিংড়ায়, নারায়ণ চন্দ্র রায় পুলিশ চন্দ্র রায় ও নিখিল চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব জ্যোতি রঞ্জন রায়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের চিরায়ত ঐতিহ্য। বিএনপি ক্ষমতায় এলে সম্প্রীতির এই পরিবেশ আরও সুসংহত করা হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।