মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানার উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী গরু বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী,,মোহাম্মদ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন দীঘিনালা উপজেলা, ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক মোঃ মিজান। ইসলামী ছাত্র আনদোলন বাংলাদেশ দীঘিনালা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম।
বক্তারা বলেন, “ইসলামী আন্দোলন দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। গণঅভ্যুত্থান দিবস আমাদের সেই ঐক্য, সাহস ও ইসলামী রাজনীতির মূল আদর্শকে স্মরণ করিয়ে দেয়।”
আয়োজকেরা জানান, দিবসটি উপলক্ষে ভবিষ্যতেও নানা কর্মসূচি গ্রহণ করা হবে।