মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থান ২০২৪ স্মরণে নীলফামারীর শহিদ রুবেল ইসলামের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা আরাজীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে প্রথমে শহিদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে একে একে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পুলিশ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদ রুবেলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জুলাই পূর্ণ জাগরণ” উপলক্ষে শহিদ পরিবার ও ২৪ জুলাইয়ের আন্দোলনের অংশগ্রহণকারীদের মিলনসভা ও ‘জুলাই পরিবার সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতিষ বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হাজেরুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক মো. নুর আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আল-আমিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, শহিদ রুবেল ইসলাম ছিলেন রাজধানীর একটি পোশাক কারখানার শ্রমিক। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ আগস্ট সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রাতেই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।