৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

জুলাই গন অভ্যুত্থান দিবসে নলছিটির দুই জুলাই শহীদের কবরে পুস্পস্তবক অর্পন,দোয়া মোনাজাত ও আলোচনা সভা

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

০৫ আগস্ট গন অভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার নয়জন শহীদের কবরে একযোগে সকাল নয়টায় পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে ৫ আগস্ট সকাল নয়টায় জুলাইতে শহীদ নলছিটির দুইজন শহীদ সেলিম তালুকদার এবং শহীদ নাঈম হোসেনের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাত করেছে জেলা প্রশাসনের প্রতিনিধি দল।কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সার্বিক খোজখবরও নেন তারা।

এসময় শহীদ সেলিম তালুকদারের কবরস্থানে উপস্থিত ছিলেন তার পিতা সুলতান তালুকদার,জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান,স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:আবু সালেহ মোহাম্মদ ইফাদ ইশতিয়াক,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

এবং শহীদ নাঈমের কবরাস্থানে পুস্পস্তবক অর্পন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন মোল্ল্যা,উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,নলছিটি থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম,রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাভলু সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পন শেষে ২০২৪ সালের জুলাই গন অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন নলছিটি মডেল মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান।

এছাড়াও এদিন সকাল এগারোটায় জেলা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভা ও জোহর নামাজ বাদ পৃথক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top