নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী গোপনে কক্সবাজারে অবস্থান করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজার আসেন এবং ইনানী এলাকার পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ)-এ অবস্থান নেন।
হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নেতারা কোন পূর্ব ঘোষণা ছাড়াই দুপুর ১২টার পর গোপনে হোটেলে প্রবেশ করেন। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি সম্পর্কে হোটেল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো তথ্য দিতে রাজি হয়নি। একজন কর্মকর্তা বলেন, “পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি,” অন্যজন জানান, “হাসের মতো একজনকে দেখা গেছে, তবে নিশ্চিত নই।”
বিমানবন্দর সূত্রে জানা যায়, নেতারা বিকাল সাড়ে ৩টার ফ্লাইটে কক্সবাজার ত্যাগ করবেন। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, পিটার হাস গত ১০ এপ্রিল বাংলাদেশ ছেড়েছেন এবং তার ফিরে আসার কোনো তথ্য তাদের কাছে নেই।
এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে।” তবে অন্য একটি সূত্র দাবি করেছে, নেতারা আসলে অন্য কোনো দেশের উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন।
এই গোপন সফর ও বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এনসিপি নেতাদের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।