৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ফ্যাসিবাদ মুক্ত বিজয় র‍্যালী অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা কর্তৃক ফ্যাসিবাদ মুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগষ্ট) সকালে বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদ মুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইউসুফ নোমানী, খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হামিদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম, ছাত্র মজলিসের সভাপতি মোঃ আব্দুল্লাহ’সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, স্বৈরাচার সরকার গণতন্ত্র খর্ব করে ক্ষমতায় ছিলো। বাংলাদেশের ছাত্র জনতা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে। এই কৃতিত্ব কারো একার নয়, এই কৃতিত্ব ছাত্র জনতা সবার। আমরা সর্বসময় সংগঠিত থাকবো। স্বৈরাচার দেশে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য নানারকম চেষ্টা করে যাচ্ছে, আমরা কোনক্রমে শেখ হাসিনাকে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না বলে অভিমত ব্যক্ত করা হয়।

ফ্যাসিবাদ মুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় বিজয় র‍্যালীটি রাজবাড়ী শহরস্থ প্রেসক্লাব থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি স্থানে এসে শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top