জাকির হোসেন হাওলাদার, দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিএনপি অফিস ভাঙচুর মামলায় অভিযুক্ত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম ফকির (৪২) কে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুমকি থানা পুলিশ। মনিরুল ইসলাম ফকির দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ফকিরের এক মাএ ছেলে।