মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উজিরপুর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল তিন টায় উজিরপুর ডাকবাংলা থেকে একটি মিছিল বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাপ্ত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান ও পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত করা হয়।
বিকেল তিনটের সময় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা আমির মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির,কেন্দ্রীয় মজলিসেসুরার সদস্য ও বরিশাল ২ উজিরপুর বানারিপাড়া আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।
আরো বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য হাফেজ মাওলানা কাউসার হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর আমির আল আমিন সরদার,ইসলামী ছাত্রশিবিরের উপজেলার সভাপতি মোহাম্মদ জুবায়ের আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান, উপজেলা সংস্কৃতিক বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামির জাতীয় ৭ দফা মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে ফ্যাসিবাদমুক্ত জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।
আজ ৫ই আগষ্ট ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আল এর নেতৃত্বে উজিরপুর ডাকবাংলা থেকে শুরু করে থানার রোড হয়ে উপজেলা সামনে থেকে ইচলাদী হাইওয়ে বাসস্ট্যান্ডে সমাপ্ত হয় ফ্যাসিবাদমুক্ত জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিল।
এতে উপস্থিত ছিলেন আইএবি সংগঠনের উপজেলা সহ-সভাপতি মাওলানা মুজাম্মেল হক বালী, সেক্রেটারি মাওলানা আব্দুল হক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল আযীয, সাংগঠনিক মাওলানা রাকিবুল ইসলাম, গণমিছিল বাস্তবায়ন কমিটি সদস্য সচিব ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি যুবনেতা মাওলানা ডি.এম আল আমিন সহ-সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাও নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার উপদেষ্টা জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, উজিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ.এম শিহাব , ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সজল।
এছাড়া উপস্থিত ছিলেন সহযোগী সংগঠন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ।