৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ইবিতে বর্ষপূর্তি উদযাপন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
চব্বিশের জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় ‘মুজিববাদ মুর্দাবাদ; সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ইনকিলাব জিন্দাবাদ; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার; পালাইছেরে পালাইছে, খুনি হাসিনা পালাইছে; এই দেশ আমার দেশ; বাংলাদেশ বাংলাদেশ ‘। ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

জুলাই-আগস্ট ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.শাহিনুজ্জামান বলেন,র‍্যালির মাধ্যমে আজকের আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পরবর্তী আয়োজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

র‍্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,“আজকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে সকল শহীদদের সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। সেই সাথে যারা চব্বিশের আন্দোলনে সংগ্রাম করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সকলের প্রতি সালাম জ্ঞাপন করছি। চব্বিশের ৫ আগস্ট হলো আগামীর বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধি বৈষম্যহীন বাংলাদেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top