মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শহীদ সাগর মন্ডলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৫ আগষ্ট) সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ সাগর এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগর একই গ্রামের তোফাজ্জল হোসেন মন্ডলের ছেলে।
পুস্পস্তবক অর্পণ করেন, নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভেজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা, জুলাই যোদ্ধা মোহাম্মদ ফিরোজ উদ্দিন, রবিউল খান, মোহাম্মদ রুহুল আমিন, শিহাব এর পিতা লোকমান শেখ, রতন মোল্লা সহ উপজেলার সকল দপ্তর প্রধান ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন পুষ্পমাল্য অর্পণ করেন। শেষে শহীদ সাগরের পরিবারের পক্ষ থেকে তার বাবা মোহাম্মদ তোফাজ্জল হোসেন মন্ডল ও অন্যান্য সদস্যরা তার স্মরণে পুষ্পমাল্য প্রদান করেন। পরিশেষে শহীদ সাগরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।