রবিউল ইসলাম বাবুল, বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকাল দশটা ৩০ মিনিটে শহরের রেলওযে মুক্তমঞ্চ থেকে এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়।
জেলা জামায়াতের আয়োজনে আয়োজিত এই গণমিছিলে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কযেক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ছিল সুসংগঠিত,শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। অংশগ্রহণকারীরা মাথায় সাদা টুপি ও দলীয় পতাকা বহন করে শহরের রাজপথে স্লোগানে মুখরিত করে তোলেন।
উক্ত মিছিল শেষে শহরের মিশনমোড় চত্তরে, লালমনিরহাট জেলা জামায়াতে আমীর আবু তাহেরের সভাপতিত্বে মূল্যবান বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড,ফিরোজ হায়দার লাভলু, বলেন, ৩৬ জুলাই ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এ দিনে গণমানুষের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথ উন্মুক্ত হয়েছিল। বর্তমান সময়েও সেই চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী মতের প্রতি সহিষ্ণুতা নেই, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের ধারা আরও বেগবান করতে হবে।
জামায়াত নেতারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচার ফিরে পাবে। ইসলামী আন্দোলনের পথই আজ জনগণের একমাত্র ভরসা।
এসময অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান জেলা নায়েবে আমির।।শাহ আলম জেলা সহঃসেক্রেটারী, প্রভাষক হারুন অর রশিদ প্রার্থী লালমনিরহাট সদর-০৩ আসন।।মাওঃরাশেদুল ইসলাম লিজু জেলা সেক্রেটারী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,লালমনিরহাট জেলা শাখা সহ- অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
গণমিছিলে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারিসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন যুব ও ছাত্র শাখার নেতারাও।
মিছিল ঘিরে শহরে নিরাপত্তা জোরদার ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৩৬ জুলাই জামায়াতে ইসলামী ঘোষিত একটি ঐতিহাসিক দিন,যেদিন শহীদ হন দেশের গণআন্দোলনের একাধিক সৈনিক। এই দিনটি প্রতিবছর সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করবে দলটি।