৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

“গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার হবে” – প্রধান উপদেষ্টার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার করা হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত সব নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিচার নিশ্চিত করা হবে।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “বাংলাদেশের জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার এসব অপরাধের উপযুক্ত বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।” উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

এই ঘোষণার মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেওয়া হয়, যেখানে দেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top