নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা হঠাৎ করে কক্সবাজার সফর নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিমানে করে কক্সবাজার পৌঁছানো নেতারা রয়েল টিউলিপ হোটেলে অবস্থান নেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পিটার হাসের সাথে তাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এই অভিযোগকে ‘গুজব’ ও ‘মিডিয়া প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “পদযাত্রায় ক্লান্ত হয়ে আমরা শুধু সাগরপাড়ে বেড়াতে এসেছি। ঢাকায় বসেই যদি কারো সাথে দেখা করার ইচ্ছা থাকত, তাহলে এত দূর আসার কি দরকার ছিল?”
তবে হোটেল সূত্রে জানা যায়, নেতারা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরে হোটেলে চেক ইন করেন। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “পিটার হাসের মত একজনকে দেখা গেলেও আমরা নিশ্চিত নই।” বিমানবন্দর সূত্রে জানা যায়, নেতারা বিকালেই ঢাকা ফিরে যান।
জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পর্কে পাটওয়ারী জানান, দলের পক্ষ থেকে একটি ছোট প্রতিনিধিদল পাঠানো হবে।
এদিকে, গোয়েন্দা সূত্র দাবি করছে, নেতারা আসলে পিটার হাসের পরিবর্তে অন্য কোনো বিদেশি উচ্চপদস্থ ব্যক্তির সাথে বৈঠক করেছেন। তবে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পিটার হাস গত এপ্রিলেই বাংলাদেশ ত্যাগ করেছেন।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চললেও এনসিপি নেতৃত্ব বিষয়টিকে সাধারণ সফর হিসেবেই উপস্থাপন করছে।