৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আপা আর আসবে না’: সাইফুল ইসলাম সানতু

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন, স্বৈরাচারের পুনরাগমন ঘটতে দেওয়া হবে না।”

পুলিশ সুপার সানতু উপস্থিত সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, “শত্রুপক্ষ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। জুলাইয়ের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে আবেগঘন আবেদন জানিয়ে বলেন, “আপনারা যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, তাদের এই ঐক্য বজায় রাখতে হবে। বিভেদ তৈরি হলে কেউই রক্ষা পাবে না। প্রশাসনের সাথে থাকা আমরা যারা, আমরাও একই ভাগ্যবরণ করব।”

স্বাধীনতা রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, “বহিঃশত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে এবং প্রকৃত সার্বভৌম রাষ্ট্র গড়তে হলে এই ঐক্য অপরিহার্য।”

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top