৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা-তাপসের কথোপকথন: ‘সিঙ্গাপুর পালানোর চেষ্টা ও বিশেষ সুবিধার অনুরোধ’

নিজস্ব প্রতিনিধি:

গত বছরের ৩ আগস্টের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সিঙ্গাপুর পালানোর চেষ্টা ও শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপের বিস্তারিত উঠে এসেছে ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে। সম্প্রতি প্রকাশিত এসব রেকর্ডে দেখা যায়, বিমানবন্দরে ইমিগ্রেশন বাধার মুখে তাপস সরাসরি হাসিনার কাছে সাহায্য চান।

৩ আগস্টের অডিও ক্লিপ অনুযায়ী, তাপস হাসিনাকে জানান তিনি সিঙ্গাপুর যেতে চাচ্ছেন কিন্তু ‘গভর্নমেন্ট অর্ডার’ (জিও) না থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাধা দিচ্ছে। হাসিনা তাকে সেক্রেটারি শাহ সালাউদ্দিনের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। রেকর্ডে শোনা যায় তাপসের জরুরি ভঙ্গি: “আমার ফ্লাইট এখনি ছেড়ে দেবে”।

এর আগে ২২ জুলাইয়ের আরেকটি রেকর্ডে তাপস হাসিনার সঙ্গে দেখা করার অনুমতি চাইলে হাসিনা তাকে বলেছিলেন: “এসবের মধ্যে আসার দরকার নেই”। হাসিনা পরবর্তীতে অফিসে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সময় আসতে বলেন।

এই ফোনালাপগুলো থেকে স্পষ্ট হয় যে, উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার ঘনিষ্ঠরা কীভাবে বিদেশ পালানোর চেষ্টা করছিলেন এবং ক্ষমতার শেষ দিনগুলোতে শেখ হাসিনা কীভাবে তার সহযোগীদের সহায়তা করছিলেন। বিশেষভাবে উল্লেখ্য, ৩ আগস্টের এই ঘটনার মাত্র দুই দিন পর ৫ আগস্ট শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়ে যান।

এসব রেকর্ড ফাঁস হওয়ায় এখন প্রশ্ন উঠেছে, ক্ষমতার শেষ দিনগুলোতে শেখ হাসিনার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা কীভাবে ব্যক্তিগত সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন, যখন দেশজুড়ে গণঅভ্যুত্থানের ঢেউ উঠছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top