৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় বিএনপির বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় দীঘিনালা সরকার ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালখালী গরু বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা। এসময় আরও উপস্থিত ছিলেন— দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি ও সদস্য সচিব মনজু মিয়া। মিছিল শেষে দীঘিনালা সরকারের ডিগ্রী কলেজের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান আমাদের অনুপ্রেরণার শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ।”

বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top