মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করবেন। সকলকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। একটি চক্র ভরতের প্রেসকিপশনে অরাজকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।
মঙ্গলবার (০৫ আগষ্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মার্কেটে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদযাপন ও বিজয় মিছিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তৃতায় এ কথা বলেন।
রাজবাড়ী সদর, পৌর ও গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড.লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ রাজবাড়ী সদর, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।