মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুরে দুই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন। ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) ঢাকায় গণঅভ্যুত্থানে পুলিশের বর্বর গুলিবর্ষণে নিহত উজিরপুরের দুই জুলাই বীর সন্তানকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক ২ নিহতের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উপজেলা রিসট সেন্টারের ইনেসপেক্টর আব্দুল গাফফার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রহমতুল বারী,পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উজিরপুর দাখিল ও আলীম মাদ্রাসার অধ্যাক্ষ আলহাজ্ব নুরুল ইসলাম আযাহারী, বড়াকোঠা ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর মোঃ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।
উপজেলা প্রশাসন ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার ঢাকায় পুলিশের গুলিতে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী গ্রামের কামাল হোসেন শুক্কুর মোল্লার একমাত্র ছেলে মোঃ মিজানুর রহমান মোল্লা(২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
অপর শহীদ বড়াকোঠা গ্রামের মৃত মোঃ চাঁন্দু মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম মোল্লা (২৩) ঢাকায় পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান। উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নিহতদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।