মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে তাড়াশে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপুর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে ওই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৫ আগষ্টকে অন্তর্র্বতীকালীন সরকার ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ২০২৪ সালের জুলাই আগষ্টের গণঅভুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র জনতা, কৃষক শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবী ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কেউ রেহাই পায়নি। গণঅভ্যুথানে শহীদদেরকে বাংলাদেশ কখনো ভুলবে না। আজকের এই দিনে আমরা সকল শহিদদের আত্মত্যাগ ও আহতদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।