নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর হতে পারে। মঙ্গলবার (৫ আগস্ট) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, “ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে, যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।”
ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করেন, “বর্তমানে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য থাকলেও আমি তা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি।” তার এই মন্তব্য আসে গত ৩১ জুলাই জারি করা এক নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে, যেখানে ৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যে শুল্ক বৃদ্ধির কথা বলা হয়েছে।
একদিন আগেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছিলেন, “রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে শুল্ক পরিশোধ করতে হবে।” রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল আমদানি করছে, যা নিয়ে ওয়াশিংটনের তীব্র অসন্তোষ রয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন চাপ সত্ত্বেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে পারেনি নরেন্দ্র মোদি সরকার। এই অবস্থানে ট্রাম্প প্রশাসনের কঠোর প্রতিক্রিয়ারই ইঙ্গিত মিলছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন সংকট তৈরি করতে পারে।