আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি :
গণঅভুত্থান দিবসে ঝালকাঠির কাঠালিয়ায় শহীদ সুজন ও রাকিবের কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর এলাকায় শহীদ রাকিব হাওলাদার এর কবরে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
এ সময় কাঠালিয়া থানা অফিসার ইনাচর্জ মংচেনলা, কৃষি অফিসার ফারজানা আক্তার, শহীদ রাকিবের আত্মীয় স্বজনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একই সময় দক্ষিন চেঁচরী গ্রামে দাফন করা শহীদ সুজনের কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আঃ সত্তার সহ অন্যান্য কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন,’ জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের ঋন আমরা শোধ করতে পারবনা। আমরা সব সময় এদের পরিবারের পাশে রয়েছি। বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করে যাচ্ছি।