তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
১৫ বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি জরাজীর্ণ সেতুটি। দীর্ঘদিন অবহেলিত পড়ে থাকা এই সেতুর উপর দিয়েই প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ, যানবাহন ও শিক্ষার্থীরা। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমন শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বলছি মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকার কথা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির উভয় অংশে ভাঙাচোরা, রেলিং নেই, নিচের কাঠামো নড়বড়ে। বৃষ্টির দিনে সেতুর ওপর দিয়ে হাঁটাও ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ইতোমধ্যে বেশ কয়েকজন পথচারী ও বাইক আরোহী ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
সেতুটি সংস্কারের জন্য আওয়ামী সরকারে আমলে চেয়ারম্যান ও মেম্বাররা এলাকাবাসীদের কেবল প্রতিশ্রুতিই দিয়ে গেছেন। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, আমরা বেশ কয়েকবার এই সেতুটি সংস্কারের জন্য বলেছি। লিখিত আবেদনও দিয়েছি। কোন কাজ হয়নি। ঝুঁকি নিয়ে আমরা সেতু পাড়াপাড় হই।
সেতুটি দ্রুত সংস্কারের জোর দাবি জানাই। সেতুটি পুরা, বেহেরকান্দি, মুন্সিকান্দি, দক্ষিন বেহের ও উত্তর বেহের কান্দি, সহ আশপাশের অন্তত দশ হাজার লোক ব্যবহার করে থাকে। রয়েছে বেশ কয়েকটি মসজিদ, প্রাইমারি স্কুল সহ নানা স্থাপনা।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বলেন, “সেতুটি অনেক আগেই সংস্কার করা উচিত ছিল। আমরা উপর মহলে জানিয়েছি, তবে এখনো বরাদ্দ আসেনি।”
এলাকাবাসীর দাবি, সেতুটি দ্রুত সংস্কার না হলে অচিরেই ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী (সদর) জানান, সদরের পনেরটি জরাজীর্ণ ব্রীজ স্থায়ী করার জন্য তালিকা করা হয়েছে। আপাতত চলাচলের জন্য ব্রীজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে