নিজস্ব প্রতিনিধি:
ঢাকার ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশের দাবি না মানলে আগামীতে লাল কার্ড দেখানো হবে। শনিবার গুলশানে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
‘ভারতীয় আগ্রাসন বন্ধ ও খুনি হাসিনাকে ফেরত চাই’ দাবিতে জাগপার এ মিছিল মেরুল বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে পৌঁছালে পুলিশ বাধার মুখে পড়ে। পরে পথসভায় বক্তব্য রাখেন রাশেদ প্রধান।
তিনি বলেন, “গণহত্যাকারী শেখ হাসিনার বিচার চায় হাজারো শহীদ পরিবার। ভারত তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিচ্ছে। আমাদের দাবি পরিষ্কার—হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবৈধ অনুপ্রবেশ রোধ করতে হবে, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং ভূমি দখল বন্ধ করতে হবে।”
রাশেদ প্রধান অভিযোগ করেন, “শেখ হাসিনার আমলে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনে ভারতীয় কর্মকর্তাদের অনুপ্রবেশ ঘটানো হয়েছিল, যা এখনো চলছে। ভারতকে এদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলতে দেওয়া হবে না। তাদের সব কর্মকর্তা প্রত্যাহার করতে হবে, নইলে জনগণের রোষে আরেকটি ৫ আগস্টের সৃষ্টি হবে।”
জাগপা নেতা বলেন, “৫ আগস্ট শুধু শেখ হাসিনার পতন হয়নি, ভারতেরও পরাজয় হয়েছে। বাংলাদেশের ভোটের ফলাফল দিল্লিতে নির্ধারিত হবে না। প্রতিবেশী হিসেবে ভালো আচরণ করুন, প্রভু সেজে নয়। ভারতের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। আজ হলুদ কার্ড দিলাম, দাবি না মানলে লাল কার্ড দেখাব।”
পথসভায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।